হত্যার পর লাশ গুমের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান

প্রকাশ :
সংশোধিত :

জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রতিবেদনের তথ্য তুলে ধরে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, “আন্দোলনকারীদের হত্যা করে লাশ গুমের নির্দেশ দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।”
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে দেওয়া সাক্ষ্যে তিনি এ দাবি করেন।
জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে ৪৬তম সাক্ষী হিসেবে তার জবানবন্দি রেকর্ড করা হয়।
সাক্ষ্যে মাহমুদুর রহমান আরও জানান, জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী জুলাই বিপ্লবে প্রায় ১ হাজার ৪০০ আন্দোলনকারীকে হত্যা করা হয়। এসব হত্যাকাণ্ডে সরাসরি নির্দেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এদিন বেলা পৌনে ১২টা থেকে তার সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে দুপুরে জেরা শুরু হয়। তবে জেরা শেষ না হওয়ায় আগামীকাল পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।
প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামসহ অন্যরা, আর আসামিপক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।

